সুরসরি সেবি মোরা কিছুও ন ভেলা।
পুনমতি গঙ্গা ভগীরথ লয় গেলা।।
জখন মহাদেব গঙ্গা কয়ল দানে।
সুন ভেল জটা ও মলিন ভেল চানে।।
উঠবহ বনিআঁ তোঁ হাট বাজারে।।
এহি পথ আওত সুরসরি ধারে।।
ছোট মোট ভগীরথ ছিতনী কপারে।
সে কোনা লাওতাহ সুরসরি ধারে।।
বিদ্যাপতি ভন বিমল তরঙ্গে।
অন্ত সরন দেব পুনমতি গঙ্গে।।