সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে।
হাসিয়ে কহিল কথা মধুর বচনে ।।
শ্রীবাস অঙ্গনে আজি করিব কীর্ত্তন।
তোমরা মিলিবে সভে শুনহ বচন।।
এতেক বলিয়ে গোরা নগরে চলিল।
পাসরি সকল নারী আপনা ভুলিল।।
কোন রসবতী রসের বুঝয়ে বিলাস।
চরণ ধরিয়ে কহে মোহন দাস।।
সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে।
হাসিয়ে কহিল কথা মধুর বচনে ।।
শ্রীবাস অঙ্গনে আজি করিব কীর্ত্তন।
তোমরা মিলিবে সভে শুনহ বচন।।
এতেক বলিয়ে গোরা নগরে চলিল।
পাসরি সকল নারী আপনা ভুলিল।।
কোন রসবতী রসের বুঝয়ে বিলাস।
চরণ ধরিয়ে কহে মোহন দাস।।