সুরধনি-বারি ঝারি ভরি ঢারই
পুন ভরি পুন ভরি ঢারি।
কো জানে কাহে লাগি অভি সিঞ্চই
লীলা বুঝই না পারি।।
হেরইতে মঝু মনে লাগি রহু
সীতাপতি শ্রীঅদ্বৈত পহু ।।
নব নব তুলসী
তাহি দেই হাসি হাসি
কবহু গৌর পিত শ্যামর লোহিত
কবহুঁ মুরতি পরকাশি।।
ডাহিনে রহু পুরু ষোত্তম পণ্ডিত
কামদেব রহুঁ বাম।
অপরূপ চরিত হেরি সব চমকিত
গোবিন্দদাস গুণধাম।।