সুরধনি–তীর তরুণতর-তরুতল
তলপিত মালতি-মালে।
বৈঠি বিশদবর বাসিত কুঙ্কুমে
তিলক বনায়ত ভালে।।
হরি হরি না বুঝিয়ে গৌরাঙ্গ-বিলাস।
গোকুল নায়ক বিহরই নবদ্বীপে
তরুণি ভাব পরকাশ।।
চমৎকৃত-চারু- চন্দ্রযুত চন্দন
চিত্রই চিত্রিত অঙ্গে।
নিজবর-ভাব বিভাবিত অন্তর
ঐছে ভকতগণ সঙ্গে।।
রাকা-রজনি রজনিকর-রমণক
রাতুল-পদনখ-ফান্দে।
রাধামোহন- দুষ্ট-দ্বিরেফ-চিত
দমন দাস করি বান্ধে।।