সুরত সমাপি রাই ঘন-শ্যাম।
রসভরে দেখে দুহুঁ দুহুঁক বয়ান।।
অলসে বিঘূর্ণিত লোচন তার।
দুহু মুখ দুহু চুম্বই পুনবার।।
প্রেমভরে আকূল দুহুঁক শরীর।
নিন্দহু আলসে নহি রহু থীর।।
উর পর নাগরি শুতায়ল নাহ।
কো কহু দুহুঁ-জন-রস-নিরবাহ।।
রতন-শেজ পর শূতলি রাই।
শূতল নাগর ধনি-মূখ চাই।।
পল-এক ঘূমল যূগলকিশোর।
হেরি নরোত্তম আনন্দে ভোর।।