সুবল লইয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে
বিদগধ রসময় শ্যাম।
রাধাকুণ্ডতটে আসি কুসুমকাননে বসি
শোভা দেখি অতি অনুপাম।।
বৃন্দাদেবী হেন কালে আসিয়া সেখানে মিলে
চম্পক কুসুম করে ধরি।
সুবলেরে সমর্পিল তেঁহ কৃষ্ণ কর্ণে দিল
উদ্দীপন রাধার মাধুরি।।
প্রেমে চতুর্দ্দিকে ধায় অরুণ লোচনে তায়
পুলকে পূরল প্রতি অঙ্গ।
ধরি সুবলের করে কহে গদগদ স্বরে
মিলাইয়া দেহ তার সঙ্গ।।
রাই বিনা বৃন্দারণ্য সব দিগ লাগে শূন্য
মন মোর তাহারে ধেয়ায়।
শুনিয়া কৃষ্ণের কথা সুবল চলিল তথা
গোবিন্দদাসে গুণ গায়।।