সুবলে নাগর কহিছে কথা।
বিশাখা সুন্দরী আইল তথা।।
কি কথা কহিছ সুবল সনে।
কহিতে কহিতে কাঁদিছ কেনে ।।
বলি শুন ওহে নাগররাজ।
আমারে কহ না মনের কাজ।।
মনের মরম কহিবে যবে ।
বেদন বাঁটিয়া লইব তবে।।
দূতীমুখে শুনি হরষ প্রাণ।
দাস গোবিন্দ কহিছে জান।।
সুবলে নাগর কহিছে কথা।
বিশাখা সুন্দরী আইল তথা।।
কি কথা কহিছ সুবল সনে।
কহিতে কহিতে কাঁদিছ কেনে ।।
বলি শুন ওহে নাগররাজ।
আমারে কহ না মনের কাজ।।
মনের মরম কহিবে যবে ।
বেদন বাঁটিয়া লইব তবে।।
দূতীমুখে শুনি হরষ প্রাণ।
দাস গোবিন্দ কহিছে জান।।