সুন সুন গুনবতি রাধে।
মাধব বধি কি সাধবি সাধে।।
চাঁদ দিনহি দিন-হীনা।
সে পুন পলটি খনে খনে খীনা।।
অঙ্গুরী বলয়া পুন ফেরী।
ভাঙ্গি গঢ়ায়ব বুঝি কত বেরী।।
তোহরি চরিত নহি জানী।
বিদ্যাপতি পুন সিরে কর হানী।।