সুন সুন এ সখি বচন বিসেস।
আজু হম দেব তোহে উপদেস।।
পহিলহি বৈঠবি সয়নক-সীম।
হেরইত পিয়ামুখ মোড়বি গীম।।
পরসইত দুহুঁ করে বারবি পানি।
মৌন রহবি পহু পুছইত বানি।।
জব হম সোঁপব করে কর আপি।
সাধস ধরবি উলটি মোহে কাঁপি।।
বিদ্যাপতি কহ ইহ রসঠাট।
কাম গুরু হোই শিখাওব পাঠ।।
ক্ষণদা গীতচিন্তামণির পাঠ–
শুন শুন সুন্দরি হিত উপদেশ;
হাম শিখাওব বচন বিশেষ।।
পহেলহি বৈঠবি সয়নক সীম
আধ নেহারবি বঙ্কিম গীম।।
যব পিয় পরসই ঠেলবি পানি
মৌন করবি কছু না কহবি বানি।।
যব পিয় ধরি বলে লেঅব পাস
নহি নহি বোলবি গদ গদ ভাষ।।
পিয় পরিরম্ভনে মৌরবি অঙ্গ
রভস সময় পুন দেওবি ভঙ্গ।।
ভনহি বিদ্যাপতি কি বোলব হাম
আপহি গুরু হই, শিখায়ব কাম।।