সুন সুন এ সখি কহএ ন হোএ।
রাহি রাহি কএ তনু মন খোএ।।
কহইত নাম পেমে ভএ ভোর।
পুলক কম্প তনু ঘরমহি নোর।।
গদ গদ ভাখি কহএ বর-কান।
রাহি দরস বিনু নিকস পরান।।
জব নহি হেরব তকর সে মুখ।
তব জিউ-ভার ধরব কোন সুখ।।
তুহু বিনু আন নহি ইথে কোই।
বিসরএ চাহ বিসর নহি হোই।।
ভনই বিদ্যাপতি নহি বিবাদ।
পূরব তোহর সব মনসাধ।।