সুন্দর শ্যামর অঙ্গ।
রঙ্গ পটাম্বর হার মনোহর
গোধূলি-ধূসর অঙ্গ।।
নব নব পল্লব- গুচ্ছ সুমণ্ডিত
চূড় শিখণ্ডক বেঢ়ল দাম।
মকরাকৃতি কুণ্ডল দোলত হেরইতে
মূরছি পড়ল কত কাম।।
নবকুল মাল বিরাজিত উরপর
কিঙ্কিণী রণরণি নূপুর পায়।
গোবিন্দদাস পহুঁ জগমনমোহন
ব্রজযুবতী মন হরএ চিত লাএ।।