সুন্দর মন্দিরে থির না থাকয়ে
বচনে না দেই কাণ।
চীর চিকুর এক ন সম্বরি
কত না বুঝাব আন।।
(রামা সবহুঁ তোর উদেশ।
বিরহে আউল কহ্ণাই ভরমে
ফিরয়ে দেশ-বিদেশ।।ধ্রু।।)
শয়ন কারণ শয়ন রচই
তুয়া পরমান লাগি।
নয়ন মুন্দই মদন না দেই
হৃদয়ে উঠয়ে আগি।।
খেণে বিলসই খেণে চমকই
খেণে খেণে রোই গাব।
খেণে অপরূপ কাঁপ উপজয়ে
খেণে ত বিবিধ ভাব।।