সুন্দর মন্দিরে থির না থাকয়ে
বচনে না দেই কান।
চীর চিকুর এক না সম্বর
কত না বুঝাব আন।।
রামা সবহুঁ তোর উদেশ।
বিরহে আকুল কানাই ভরমে
ফিরয়ে দেশ বিদেশ।।
শয়ন কারণ শয়ন রচই
তুয়া পরশন লাগি।
নয়ন মুদই মদন বাদহি
হৃদয়ে উঠয়ে আগি।।
খেনে বিলসই খেনে চমকই
খেনে খেনে রোই ধাব।
খেনে অপরূপ কাঁপ উপজয়ে
খেনেত বিবিধ ভাব।।