সুন্দর বরণ দেখি সুনন্দ গোপাল।
সুন্দর আকৃতি তাঁর গলে বনমাল।।
কনকবরণ ধটী কটির আঁটনি।
দোলয়ে সুন্দর তাহে পাটের থুপনি।।
বিনোদ পাগড়ী মাথে তাহে ফুল আভা।
উড়িছে ভ্রমর তাহে মকরন্দলোভা।।
সুগন্ধি ফোঁটার ছটা কপালে উজ্জ্বল।
রতন কুণ্ডল দুটি কানে ঝলমল।।
শুদ্ধ সুবর্ণের সুবিচিত্র অলঙ্কার।
গলায় দুলিছে গজমুকুতার হার।।
অনুখণ গাইছেন মনোহর গীত।
পরম পবিত্র সেই শ্রীকৃষ্ণ চরিত।।
বিনোদ বাঁকুয়া হাতে ধড়ায় মুরলি।
সর্ব অঙ্গে বিভূষিত গোক্ষুরের ধুলি।।