সুন্দর কালিয়া রে, আমি তোমার না পাইলাম রঙ কি রূপ; সুন্দর কালিয়া রে;
আওরের মাঝারে রে কদম্বেরি গাছ রে তার উপর তিনটি ডাল আছে;
তার যে উপরে রে মনিয়ার বাসা রে প্রেমের ফান্দ পাতিয়া থইছে তারে।
সুন্দর কালিয়া রে, আধারের লাগিয়া রে জমিনে লামিল রে
হায়রে, পেএরমর ফাঁদ লাগল রাধার গলে ।
সুন্দর কালিয়া রে, চাইরি পাতা কালা ধলা
বারো ডাল তার দেখতে ভালোঃ পাতাড় আওড়ে ফুটিয়া রইছে ফুল;
সেই ফুল ঝরিয়া যায় কোন্‌ সুজনে তারে পায় হায় রে, নয়নে নাদেখি চান্দ মুখ।
সুন্দর কান্দিয়া রে চামিড়ের দড়ি দিয়া হস্ত পদ বন্ধ করিয়া
আলিপেতে ধিয়ান করি চাইয়ো;
উলট-কলট করি, উলট মনে টান করিয়া হায় রে, বসিয়া থাক নয়নের উপর
সুন্দর কালিয়া রে চামিড়ের দড়ি দিয়া দুই নয়ান বন্ধ করিয়া
হায় রে, বসিয়া থাক অন্ধলার মতো।
সুন্দর কালিয়া রে’ কইন তো ফকির জমাদ আলী
কলসী রহিল খালি ভরিতে না পাইলাম গঙ্গার জল;
মুরশিদ যদি সদয় অয় জল ভরিবার মনে লয়
ও মুরশিদ দয়া রাখিয়ো বালক জানিয়া।