সুন্দরী হিয় হরষ বিপুল পুলক ভরল গায়।
কানুক বনমাল পরশে পরশল জনু তায়।।
দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি।
বিলসত কত কৈছে নাহ পূছত কত বেরি।।
দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি।
শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি।।
ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার।
নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার।।