সুন্দরী ভালে তুহুঁ হরিণি-নয়ানি।
সো চঞ্চল হরি হিয় পঞ্জর ভরি
কৈছনে ধয়লি সেয়ানি।।
যো গিরি-গোচর বিপিনহি সঞ্চরু
কৃশ-কটি কর অবগাহ।
চন্দ্রক চারু শটা পরিমণ্ডিত
অরুণ কুটিল দিঠি চাহ।।
কত বরদন্তি করহি কর বারই
দশনহি গণ্ড বিদারি।
বল কয়ে খরতর নখর শিখর সঞে
মোতিম বনহি বিথারি।।
অধর সুধা দেই পুনহি জীয়ায়ই
পুন নিরমদ করি তেজ।
গোবিন্দদাস ভন তাক শয়ন পুন
অহনিশি কিশলয় সেজ।।