সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান।
আড় নয়ন কোণে, হানিলে মদন বাণে জীউ ধরিয়া মোরে টান ।। ধু
একে তোমার গোরা গা, না সহে ফুলের ঘা বায়ে হেলিছে সব অঙ্গ।
দেখিয়া তোমার মুখ, অন্তরে বিদরে বুক কাম সাগরে উঠে তরঙ্গ।।
তোমার যৌবনে আমি, ঝাঁপ দিব মনে জানি যদি কৃপা করহ আমারে।
বুঝিয়া আপন কাজ, পার কর শ্যাম রাজ চড়াইয়া নৌকার উপরে।।
সৈয়দ মর্তুজা বাণী, শুন রাধা ঠাকুরাণী ধনি ধনি তোমার জীবন।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারে ভাবে নিরন্তর সে তোমার কেবল শরণ।।