সুন্দরি শূতহ তুহুঁ ইহ শয়নে।
হরি আয়ব বেরি কপট ঘুম করি
মূদি রহবি দুহুঁ নয়নে।।ধ্রু।।
নিকটে আই যব সো তোহে ডাকব
কি করসি সুবদনি বলিয়া।
হম সব বোলব রাই ঘুমায়ল
আজি অনত যাহ চলিয়া।।
তবহুঁ চতুর-বর শেজহি বৈঠব
নিরখব তুয় তনু-শোভা।
তবহি নিশসি তুহুঁ পসারবি পাদ-যুগ
সোই করয়ে জনু সেবা।।
সখি-গণ বোলে বিহসি মুখ ঝাঁপল
অন্তরে উপজল লাজ।
চন্দ্রশেখর কহে অম্বর ঊয়ল
ঐছন বেরি দ্বিজ-রাজ।।