সুন্দরি শুনিয়া না শুন মোর বাণী।
জান না যে আমি এ পথের মহাদানী।।
সিঁথায় সিন্দূর তোমার নয়ানে কাজর।
দুই লক্ষ দান তার মাগে গিরিধর।।
হৃদয়ে কাঁচুলি গলে গজমোতি হার।
চারি লক্ষ দান মাগে করিয়া বিচার।।
করের কঙ্কন আর কটিতে কিঙ্কিণী।
ছয় লক্ষ দান তার মাগে মহাদানী।।
রঙ্গন আলতা পায়ে রতন নূপুর ।
আট লক্ষ দান মাগে দানীর ঠাকুর।।
এই সব দান বুঝি দেহ দানীরাজে।
আমি নিব দান তোমার সঙ্গিনী-সমাজে।।
জ্ঞানদাস কহে তুমি ছাড় ঢীঠপনা।
তুমি মহাদানী তোমার ঠাকুর কোন জনা।।