সুন্দরি বেকত গোপত লেহা।
বঞ্চিত আজু করণে নাহি পারবি
সাখি দেয়ল তুয়া দেহা।।ধ্রু।।
অলস মলিন সখি তুয়া মুখমণ্ডল
গণ্ড অধর ছবি মন্দ।
কত রস পান কয়ল রসমোহিত
রাহু উগারল চন্দ।।
জাগি রজনী দুহুঁ লোহিত লোচন
অলস নিমীলিত ভাতি।
মধুকর লোহিত কমলকোরে জনু
শূতি রহল মদে মাতি।।
বেকত পয়োধরে নখরেখভূখণ
তাহে পড়ল কচ ভারা।
নিজ রিপুবলি কলানিধি হেরইতে
মেরু পড়ল আন্ধিয়ারা।।
নব কবিশেখর কহই না পারত
মিছা শপতি সব জানি।
কত শত বেরি চোরে করু গোপন
বেরি এক বেকত মানি।।