সুন্দরি বেকত গুপুত নেহা।।
বঞ্চিত আজু করিঅ নহি পারব
সাখি দেল তুঅ দেহা।।
সঘনে আলস সখী তুঅ মুখমণ্ডল
গণ্ড অধর ছবি মন্দা।
কত রস পানে কয়ল সব নীরস
রাহু উগিলল চন্দা।।
জাগি রজনি দুহু লোহিত লোচন
অলস নিমিলিত ভাঁতী।
মধুকর লোহিত কমল কোরে জনি
সুতি রহল মদে মাতী।।
বেকত পয়োধরে নখরেখ ভুখল
তাহে পরল কুচ ভারা।
নিজ রিপু চাঁদ কলানিধি হেরইত
মেরু পড়ল আঁধিয়ারা।।
নব কবিসেখর কহিঅ নহি পারত
দোখ সপতি করি জানী।
কত সত বেরি চোরি করু গোপন
বেরি এক বেকত বানী।।