সুন্দরি দুরে কর বিপরীত রোষ।
বনচর পাখি- বচন শুনি মানিনি
না বিচারি গুণ কিয়ে দোষ।।
যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত
তৈছন কহতহিঁ ভাখি।
কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই
এ তুয়া সহচরি সাখী।।
তুহুঁ যব মোহে ছোড়ি সুখ ধরি
হাম নাহি ছোড়ব তোয়।
তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি
দিশি দিশি ফীরব রোয়।।
এত শুনি মানিনি ঐছে কাতর বাণি
আকুল থেহ না পায়।
অভিমান পরিহরি বৈঠলি সুন্দরি
আধ নয়ানে মুখ চায়।।
নাহ রসিকবর কোরে আগোরল
দুহুঁক নয়নে ঝরু বারি।
দুহুঁ করে দুহুঁকি নয়ন লোর মোছই
উদ্ধব দাস বলিহারি।।