সুন্দরি ! তুহুঁ বড়ি হৃদয় পাষাণ।
তুয়া লাগি মদন- শরানলে পীড়িত
জীবইতে সংশয় কান।।
বৈঠই তরুদলে পন্থ নেহারই
নয়নে গলয়ে ঘন লোর।
রাই রাই করি সঘনে জপয়ে হরি
তুয়া ভাবে তরু দেই কোর।।
শীতল নলিনীদল তাহে মলয়ানিল
আগোরে লেপই শ্যাম অঙ্গ।
চমকি চমকি হরি উঠতহি কত বেরি
দাহত মদন তরঙ্গ।।
চলহ বিপিনে ধনী রমণীর শিরোমণি
ভেটহ নাগর কান।
গোবিন্দদাস কহই শুন সুন্দরি
কানু ভেল বহুত নিদান।।