সুন্দরি ঝাট কর মনোহর বেশ।
সময় হইল আসি বাজিবে সঙ্কেত বাঁশী
ধৈরযের না রহিবে লেশ।।
গমন মন্থর ভাবে করবী এলায়ে যাবে
ঝাট কর বেণীর রচনা।
শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশি
(তেঁই) কাজর পরিতে করি মান।।
নূপুর পরিতে বলি পুন তা নিষেধ করি
চলিতে চরণ হবে ভারি।
আর এক ভয় আছে গুরুজনে জাগে পাছে
কলরব শুনিয়া তাহারি।।
সুনীল পাটের সাড়ী আঁটিয়া পরিতে বলি
খসিয়া না পড়ে সেই কালে।
কাঁচুলি পরিয়া হার ভিতরে পরহ তার
ছিঁড়িলেও থাকে যেন তলে।।
দূতীর চাতুরী কথা শুনি বৃষভানুসুতা
বদনে বসন দিয়া হাসে।
অরপি প্রসাদী পান দূতীর রাখয়ে মান
কহতহি গোবিন্দদাসে।।