সুন্দরি কান্দে দুটী হাত দিয়া মাথে।
গর গর অন্তর লোর ঝর ঝর
হারাইয়া নিজ প্রাণনাথে।।
বেঢ়ল সখিগণ চতুরিণি ললিতা
বৈঠল নিকটহি যাই।
বসনে মুখানি মুছি মৃদু মৃদু বোলই
কি কর কি কর ধনি রাই।।
কোরে তোহারি শ্যাম-নট-শেখর
দেখহ নয়ান পসারি।
কহিতে কহিতে পাওল চেতন
লহু লহু নয়ান নেহারি।
শ্যাম সুনাগর রাইক কর ধরি
তুরিতহি উরপর লাই।
বন্ধু-মুখ নিরখি লাজে ধনি নতমুখি
গোবিন্দদাস বলি যাই।।