সুন্দরি ঐছে বিদগধ মন লেই।
বিনি অপরাধে উপেখলি মাধব
সখিগণে অপযশ দেই।।
সহচরি মেলি চরণ ধরি সাধলু
রহলি যৌবন-মদে মাতি।
কুটিল নেহারি গারি মুঝে দেয়লি
পুন দগধসি নিজ সাথি।।
হাম তুয়া লাগি আগি যদি পৈঠব
তবহু নহব অব হীতে।
হৃদয় বিদারি তোহে দরশায়ব
তবহু নহব পরতীতে।।
অলখিতে উপেখলি রসবতি আপন
সহচরি বচন উপেখি।
গোবিন্দদাস কহ নিজ নীকটে রহ
রাখব অনুজন দেখি।।