সুদেবি সুমতি অতি রাই সোহাগিনি
বৈঠল নিকটহি যাই।
দহু দহু ক্ষিতিসহ কহি বচনামৃত
হাসি হাসাইতে রাই।।
হরি হরি রাধা সহজই বামা।
অহনিশি প্রেম কুটীল গতি যাকর
কি করব সহচরি নামা।।
কত পরকার করি রাই মানাইতে
সো জনু কো কাহু কহই।
প্রেম অমিয়া রস অবধি এই জানল
কো ধনি ইহ দুখ সহই।।
সব পুর নাগরি তুঙ্গ আদি করি
সখিগণে লাগল ধন্দ।
সুদেবি সোহাগ অতি দূরহি দূরে গেও
গোবিন্দদাস অতি মন্দ।।