সুচিত্রা ছিদাম তখন পহু পাঠাইল।
নবীন কুঁড়ির পদ্ম পহু আনি দিল।।
মৃণালেতে সারি সারি রন্ধ্র বানাইয়া।
বাজাইল বিনোদিনী তাহে ফুক দিয়া।।
সুন্দর বাঁশীর ধ্বনি সুস্বর উঠিল।
বৃকভানু পূর হৈতে ধেনু আনাইল।।
ললিতা বিশাখা আদি যত সখী গিয়া।
নবীন নবীন বচ্ছ আনিল বাছিয়া।।
চণ্ডীদাস কহে আইজ কানু হৈল রাই।
বিপিনে বিনোদ-শোভা দেখিবারে যাই।।