সুচারু চন্দ্রিকা ফুটিল জানি।
শ্যাম-অভিসারে চলল ধনি।।
লোটনে লম্বিত মালতি-মাল।
সৌরভে মাতল ভ্রমর-জাল।।
কুচ-শিরিফল চন্দন মাখা।
নূপুর ধবল-বসনে ঢাকা।।
সোনাতে জড়িত মুকুতা কসা।
ওঠ মাঝে খেলে লম্বিত নাসা।।
গজ-দশনের সুচারু শাঁখা।
কর-মূলে কিবা দিয়াছে দেখা।।
নিশি সঙ্গে অঙ্গ মিশাল করি।
শশি কহে কুঞ্জে মিলল গোরি।।