সুগন্ধি সলিলে রাই সিনান করিল।
বসন ভূষণ পরি বেশ বনাইল।।
বহুবিধ উপহার রচনা করিয়া।
রাখিল বন্ধুর লাগি থালীতে ভরিয়া।।
কানুআগমন জানি উৎকণ্ঠিত হিয়া।
অট্টালিকা উপরে চড়িলা সখী গৈয়া।।
সখাগণ সঙ্গে করি নন্দের নন্দন।
ধেনুগণ লৈয়া ঘরে করিলা গমন।।
গোখুরের ধূলি উঠে গগনমণ্ডলে।
হাম্বা হাম্বা রব শুনি ধাইল সকলে।।
কহয়ে মাধবদাস কানুআগমন।
ঘন শিঙ্গাবেণুরবে ভরিল গগন।।