সুগন্ধি ওদন বিবিধ ব্যঞ্জন
রাধিকা রন্ধন করি।
শাক পায়সাদি পিষ্টক অবধি
বেদীর উপরে ধরি।।
সহস্র প্রকার ব্যঞ্জন আচার
রাই সমাপন করে।
গো দোহন করি সখার সহিতে
কানাই আইলা ঘরে।।
নন্দরাণী কহে যাহ বাছা সভে
সিনান করিয়া আসি।
কানুর সহিতে পরম পিরিতে
ভোজন করিবে বসি।।
কমল নয়ান করিতে সিনান
বসিলা বেদীর পরে।
সারঙ্গ আসিয়া চরণ মাজিয়া
পরাল সিনান চীরে।।
রক্তক পত্রক যতেক সেবক
কানুর সিনান তরে।
সুগন্ধি শীতল নির্মল সলিল
বেদীর উপরে ধরে।।
আনি মধুকণ্ঠ উদ্বর্তন ঝাট
মর্দন করয়ে অঙ্গে।
মদনমোহন করয়ে সিনান
সব দাসগণ সঙ্গে।।
সিনান করিয়া গাখানি মুছিয়া
পরিল পীতম ধড়া।
কানুর ভোজন যোাগন কারণ
শেখরে পড়ল সাড়া।।