সুখ অব ধারহ চীতহি রাই।
হামারি বচন তুহুঁ পরতিত নাই।।
শুন শুন নিরদয় হৃদয় কান।
তাহে দেখব যদি করহ পয়ান।।
তিল একু না সহে তোহারি বিলম্ব।
রাইক প্রাণ কণ্ঠ অবলম্ব।।
তুয়া এত দুখ শুনি পরবশ কাহ্ন।
তেজি মথুরাপুরি কয়ল পয়ান।।
না পুছল রাজনগরে বহু নারি।
ঐছন প্রেমরস কেবল তোঁহারি।।
মনে গুনি কিয়ে জানি হয়ে পরমাদ।
ধাই আওল হাম কহিতে সম্বাদ।।
ইথি পরতীত কর না ভাবিহ আন।
গোবিন্দদাস পুন তহি পরমাণ।।