সুখের সায়রে সুব দেববরে
মথিতে লাগল তাই ।
সভে এক মন জত দেবগণ
উপমা কহিতে নাই।।
প্রথম মথনে উঠল তাহাতে
আনন্দ রসের পী।
ফলের ভিতরে একটি আখর
পায়ল কহিব কী।।
আনন্দ-মগন জত দেবগণ
নাচিয়া আনন্দ বড়ি।
খোজল দেখল আনন্দ বৈভব
বিলাস-ঐশ্চর্য্য ছাড়ি।।
ফলের ভিতরে আনন্দ-আখর
উঠিল রসের পী।
মগন হইলা সব দেবগণ
তাহা না কহিব কী।।
হেনক সম্পদ সুখের আনন্দ
পাইঞা দেবাদিগণে ।
হাস পরিহাসে সভে সুখে ভাসে
চণ্ডিদাস গুণ গানে।।