সুখের পীরিতি আনন্দ যে রীতি
দেখিতে সুন্দর হয়।
কাঞ্চন পীযূষে মদন সহিতে
মাখিলে এমতি লয়।।
সই, কেমন কারিকর সেহ।
এ সব সংযোগ কেমনে করিলে
কেমনে গড়িলে দেহ।।
সিন্ধুর ভিতরে অমিয়া থাকয়ে
কেমতে পাইল এ।
মাটীর ভিতরে কাঞ্চন গড়য়ে
সন্দেহ এ বড়ি এ।।
মদন-মাদন থাকে কোন স্থানে
বুঝিতে সন্দেহ হয়।
এ তিন আনিয়া একত্রে ছানিয়া
গড়িল কেমন দেহ।।
তিন তিন গুণে বাঁধিলেক ঘুণে
পাঁজরে পশিয়া গেল।
যতন করিয়া অবলা বধিতে
আনিল এমতি শেল।।
এমতি অকাজ করে কোন রাজ
বুঝিতে নারিল মোরা।
কুলের ধরমে ত্যজিনু মরমে
এমতি হউক তারা।।
চণ্ডীদাসে কয় মিছা গালি হয়
না দেখি জনেক লোকে।
আপনা আপনি বলায় কুবাণী
আপন মরম সুখে।।