সিব সঙ্কর হে
ভলি অনুগতি ফল ভেলা।
এতএ সঙ্গতি এতি পরতর কোন গতি
মনোরথ মনহি রহলা।।
তোঁহেঁ হোএব পরসন পাওব অমোল ধন
জনম বহলি এহি আসে।
জনহু সঙ্কট পুনু উপেখি হলহ জনু
সেওলাহে বড়ে পরআসে।।
স্রবন নয়ন গেলে তনু অবসন ভেলে
জদি তোহ হোএব পরসনে।
কি করব ততিখনে হয় গঅ মনি ধনে
ঝখইতে বেআকুল মনে।।
ঈঁদ চাঁদ গন হরি কমলাসন
সবে পরিহরি হমে দেবা।
ভগত বছল প্রভু বান মহেসর
ই জানি কইলি তুঅ সেবা।।
বিদ্যাপতি ভন পুরহ হমর মন
ছাড়ও জমক তরাসে।
হরহ হমর দুখ তথিহু তোহর সুখ
সব হোঅও তুঅ পরসাদে।।