সিনান দোপর সময় জানি। তপ্ত পথে পিয়া ঢালয়ে পানি।।
কি কহব সখি পিয়ার কথা। কহিতে হৃদয়ে লাগয়ে বেথা।।
তাম্বুল ভখিয়া দাঁড়াই পথে। হেনকালে পিয়া পাতয়ে হাথে।।
লাজে হাম যদি মন্দিরে যাই। পদচিহ্ন তলে লুঠয়ে তাই।।
আমার অঙ্গের সৌরভ পাইলে। ঘুরি ঘুরি জনু ভ্রমরা বুলে।।
গোবিন্দদাসের জীবন হেন। পিরিতি বিষম মানহ কেন।।