সায়ংকালে সুবদনী নানা উপহার আনি
তুলসীর হস্তে সমর্পিলা।
কৃষ্ণ লাগি পাঠাইয়া অবশেষে আনাইয়া
সখী সহ ভোজন করিলা।।
কৃষ্ণ গৃহে স্নান করি বসন ভূষণ পরি
উপহার করিলা ভোজন।
তবে গো দোহন কাজে আইলা ধেনু-শালা মাঝে
গাবীগণ করিলা দোহন।।
পুন নিজগৃহে আইলা রাজসভা মাঝে গেলা
যেখানে বসিয়া নন্দরায়।
নানা বাদ্য গীত নাচ নানা ছন্দ পড়ে ভাট
শুনিলেন আনন্দ হিয়ায়।।
তাহা হৈতে যশোমতী নিজ গৃহে আনি অতি
প্রীতে পুন করাইল ভোজন।
শয়ন করিয়া ক্ষণে চলিলা সংকেত-স্থানে
এ উদ্ধব দাস সুখি-মন।।