সাহর সউরভ গগন ভরে।
ভমরি ভমর দুহু বাদ করে।।
লোভক সন্ত্রম সঙ্গক দন্দ।
বহুল পিয়াসল থোর মকরন্দ।।
সে দেখি রিতুপতি আএল চলী
জাকর মো মন সঙ্কা ছলী।।
কোমল মাজরি কোকিল খাএ।
মানিনি মান পিবি ও ন অঘাএ।।
জাবে ন ওঙ্গ তরুনত ভেল।
তাবে সে কন্ত দিগন্তর গেল।।
পরহিত অহিত সদা বিহি বাম।
দুই অভিমত ন রহএ এক ঠাম।।
ধন কুল ধরম মনোভব চোর।
কেও ন বুঝাব মুগুধ পিআ মোর।।
বিদ্যাপতি কবি এহো রস ভান।
রজা সিবসিংঘ লখিমা দেই রমান।।