সাসু জরাতুলি ভেলী।
ননদী ছলি সেও সাসুর গেলী।।
তৈসন ন দেখিঅ কোই
রঅনি জগায় সঁভাসন হোই।।
এহিপুর এহি বেবহারে।
কাহুক কেও নহি করয় পুছারে।।
প্রাননাথ কে কহবা।
হম একসরি ধনি কতদিন রহবা।।
পথুক কহব মঝু কন্তা।
হম সনি রমনি ন তেজ রসমন্তা।।
ভনই বিদ্যাপতি গাবে।
ভমি ভমি বিরহিনি পথুক বুঝাবে।।