সারি সারি মনোহারী নব ব্রজবালা।। ধ্রু।।
বেঢ়ল গৌরাঙ্গী সব যশোদানন্দন।
বিদ্যুতের মালা যৈছে মেঘ সন্নিধান।।
শ্রীগোকুল সুধাকর সঙ্গে সুধাময়ী।
প্রেম-জ্যোৎস্না ঝলমল কোটীন্দু-বিজয়ী।।
বলয়া নূপুর মণি কিঙ্কিণীর বোল।
মধ্যে মধ্যে সুমিলিত মুরলী উজোর।।
রাজহাট মাঝে যে পতাকা শশধরে।
কোকিলা কোটাল হইয়া জাগায় কামেরে
রাস হাট গোপিকার পসরা যৌবন।
গ্রাহক তাহাতে ভেল মদনমোহন।।
কোন গোপী কৃষ্ণ সঙ্গে গায় উচ্চৈঃস্বরে।
সাধুবাদ দেন কৃষ্ণ আপনে তাহারে।।
কোন গোপী রাসহাটে শ্রমযুত হইয়া।
আবেশে কৃষ্ণের অঙ্গে পড়ে আউলাইয়া।।
তাহারে ধরিয়া কৃষ্ণ দেন আলিঙ্গন।
গোবিন্দদাস তাহে আনন্দিত মন।।