সাধে সাধে প্রেম করিয়ে ঘট্ল একি যন্ত্রণা সই গো তার উপায় বল না।
জ্বলিয়াছে বিচ্ছেদের অগ্নি জল দিলে সে নিভে না।
বন্ধুরে এই আশা ছিল মনে সুখী হইব দুই জনে, সেই আশায় নৈরাশ কৈলে কেনে;
মনের আশা মনে রইল কেন বন্ধু আইল না।
বন্ধু রে মনোসাধে প্রেম করিয়া আছি পথবানে চাহিয়া কেন বন্ধু দয়া নাই তোর মনে;
আমার মনের আশা মনে রইল পূর্ণ বুঝি হইল না।
আমি ত অবলা নারী তোমার জন্য কেন্দে মরি দুঃখে দুঃখে গেল চিরদিন;
আইল না শ্যাম কালিয়া সদায় করি ভাবনা।
বিধি সে দারুণ হয়ে পরের অধীন বানাইয়ে, জন্ম দিল আমি দুঃখিনী রে;
খাতা শা ফকিরে কয় সখী গুরু কেন ভজ না ?