সাধন শরণ এ বড় কঠিন
বড়ই বিষম দায়।
নব সাধুসঙ্গ যদি হয় ভঙ্গ
জীবের জনম তায়।।
অনর্থ নিবৃত্তি সভে দূর গতি
ভজন ক্রিয়াতে রতি।
প্রেম গাঢ় রতি হয় দিবা রাতি
হয় সে তাহতে প্রীতি।।
আসক উকত সবে দূরগত
সদ্গুরু আশ্রয়ে হবে।
রতি আস্বাদন করহ যতন
সখীর সঙ্গিনী হবে।।
দেহ রতি ক্ষয় কূপত রতি হয়
সাধক সাধন থাকে।
চণ্ডীদাস কয় বিনা দুঃখে নয়
কিশোরী চরণ দেখে।।