সাজল শ্যাম সুরত রণপণ্ডিত
করে করি কুসুমকামান।
সৌরভে ভ্রময়ে কতহুঁ কত মধুকর
জীতল মনমথ রাণ।।
ধনি ধনি অপরূপ ছান্দে।
বেশবিলাস সরসময় মাধুরী
কামিনী লোচন ফান্দে।।
চূয়া চন্দন অগোর বিলেপন
সংযোগ বিবিধ বিচিত্রে।
সমরশমিতে কেশ বেশ করু বন্ধন
বরিহা চারুচরিত্রে।।
বরিহা কিঙ্কিণী ঘন ঘন রনরনি
রতিগণ বাজন বাজে।
জ্ঞানদাস কহ রসিকশিরোমণি
সাজল রমণি সমাজে।।