সাজলী মধুপুর যাওব মুরারি।
এ হেন ধরম তাহে কোনে শিখাওল
তেজিতে অবলা ব্রজনারী।।
সজনী এত কি করএ জানি শ্যাম।
নিমিখ বিচ্ছেদ হলো থীর নাহি বান্ধ এ
সতত জপয়ে মঝু নাম।।
রস-কারাগার তেজি কাহে যাওব
চলইতে ইথে নাহি বাট।
মনহি শিকলি তাহে প্রেম কুলুপ গো
লাগিয়াছে পিরিতি কবাট।।
ইহ মোহ বন্ধন কৈছনে কাটব
মঝু মনে নাহি পাতিয়ায়।
এ তিন ভুবন মাহ না দেখিয়ে হেনজন
সো প্রিয় বাহির করায়।।
ফণি-ভয়-মোচন জননী-সহোদর
সিন্ধি আর তাকর চরে।
গোবিন্দদাস কহে কালি প্রাতচর
সো হরি নিব মধুপুরে।।