সাজলি রসবতি রঙ্গিণি রামা।
মন্দ মন্দ গতি নূপুর কলরব
লজ্জিত রাজহংসকুল ধামা।।ধ্রু।।
চম্পক কনক কেশর কুসুমাবলি
রুচি জিনি সুন্দর অপঘন সাজে।
অলিকুল অঞ্জন জলদ নীলমণি
ছবিচয় নিন্দিত বসন বিরাজ।।
অমল ইন্দিবর- দল লোচনযুগ
কত না শশি জিনি কমলবয়নী।
সিন্দুর বিন্দু অরুণছবি নিন্দই
অহি রমণী ফণা বেণি বণী।।
বিদ্রুম অধরে মধুর মৃদু হাসনি
দশন সুদামিনি দমন করে।
তার হার মণি কুণ্ডল লম্বিত
কত মণি দরপই দরপভরে।।
চৌদিশে সহচরি যন্ত্র বাজায়ত
ধিরে ধিরে রসবতি চলত সমাজে।
বল্লভ ভণত প্রবেশলি নিধুবনে
হেরি কত রতিপতি ভাজল লাজে।।