সাঁঝকি সময়ে যব ধনি সুন্দরি
নিরখিতে নাগর কান।
রতন ঝরকা তেজি ও বর নায়রি
মন্দিরে করল পয়ান।।
মন্দির মাঝ রতন পালঙ্ক তহি
শুতলি রসবতী বালা।
শ্যাম জলধর সঙরি সঙরি ধনি
বাঢ়ল মদনকী জ্বালা।।
ক্ষণে ক্ষণে উঠত ক্ষণে ক্ষণে বৈঠত
তেজি শয়ন সুখ রঙ্গ।
পুন পুন কহে ধনি রমণি-শিরোমণি
কবে হবে তাকর সঙ্গ।।
রাইক এসব বিরহক বেদন
নিরখিতে সহচরি নারি।
পবনহু-গমন-গতি যাওত
আনিতে রসিক মুরারি।।
কুঞ্জক মাঝ প্রবেশ ভেল সহচরি
মিলল নাগর রায়।
গোবিন্দদাস কহ রাইক বেদন
সহচরি কহত বুঝাই।।