সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি
গুণ গণি হৃদয় বিদরে।
না হয় মরণ না রহে জীবন
মরম কহিব কারে।।
সই, কি ছিল আমার করমে।
রোপিল কলপলতা না হল তাহার পাতা
শুকাইয়া গেল সেই ঠামে ।।ধ্রু।।
জনম অবধি করি ক্ষীর নীর ধরি
সিঞ্চিল ও লতামুলে।
ক্ষীরের গরিমা নীরের যে সীমা
হরিয়া লইল আনলে।।
যাহার লাগিয়া সকল ছাড়িয়া
মন হইল বনবাসী।
চণ্ডীদাসে কয় সে কথাটি খাটি হয়
পরশে করিবে সুখী।।