সহি হে মন্দ প্রেম-পরিনামা।
বরাক জীবন কয়ল পরাধীন
নাহি উপকার একঠামা।।
ঝাঁপল কূপ লখই না পারল
জাইত পড়লহুঁ ধাই।
তখনক লঘু-গুরু কছু না বিচারলুঁ
অব পাছু তরইতে চাই।।
মধু সম বচন প্রেম সম মানুখ
পহিলহুঁ জানন ন ভেলা।
অপন চতুরপন পর হাতে সোঁপলু
হৃদিসে গরব দূরে গেলা।।
এত দিন আন ভানে হম আছলুঁ
অব বুঝলু অবগাহি।
অপন সূল হম আপহি চাঁছল
দোখ দেয়ব অব কাহি।।
ভনয়ে বিদ্যাপতি সুন বরজুবতি
চিতে নাহি গূনবি আনে।
প্রেমক কারন জীউ উপেখিঅ
জগজন কো নাহি জানে।।