সহজ সিতল ছল চন্দ।।
সবতহ সে ভেল মন্দ।
বিরহ সহাইঅ নারি
জিবৈককে ন হনিঅ মারি।
সখি হে পিআকে কহব হম লাগী
অবহু মিঝাইঅ আগী।
পরসঅো পেম বঢ়াএ
ধনি কুল ধম্ম ছড়াএ।
ই সবে কএল হমে মোহি
ইথি সব কারণ তোহি।
অনুসর মলয় সমীর।
মনযথ সোভ সমীর।
ভল জন মন্দ বিকার
তথি নহি কওন পরকার।
সুকবি ভনথি কন্ঠহার
হোএব বিরহনরি পার।
রাএ অরজুন রস জান
গুণা দেবি রমান।